Descripción
লেখা ও পড়া এমন গুরুত্বপূর্ণ দুটি বিষয় যা প্রতিটি মানুষকেই শিখতে হয় এবং শিশুদের বিকাশের জন্য এগুলি অতি প্রয়োজনীয় দিক৷এগুলি এমনধরনের দক্ষতা যা আমাদের এ বিশ্ব সম্পর্কে ধারণা তৈরিতে সাহায্য করে৷ আমরা যত বেশি লিখি, ততই একজন ব্যক্তিমানুষ হিসেবে নিজেকে বুঝতে সক্ষম হই৷ আমরা যত বেশি পড়ি, ততই আমাদের পারিপার্শ্বিক সমাজের সঙ্গে নিজেদের সম্পর্ক নিরুপণে সক্ষম হই এবং আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ বিকশিত হয়৷এটি তারা নিজেরাই অনুধাবন করতে পারে যদি, তাদের বই ও ভাষাজ্ঞানের সাহচার্যে রাখা হয় এবং তাদের মধ্যে কিছু মৌলিক দক্ষতার সঞ্চার করা হয়৷ কিন্তু এই পড়া ও লেখার দক্ষতা কিন্তু প্রতিটি মানুষের কাছেই সহজে এসে ধরা দেয় না, আর এই বইটি এই কারণেই লেখা হয়েছে যা শিশুদের এটি মনে রাখতে সাহায্য করবে যে, তাদের কঠোর পরিশ্রমই তাদের সাফল্য এনে দিতে পারে, শুধু তারা যদি অনবরত চেষ্টা চালিয়ে যায়!